এই দেশ রক্ষায় বিএনপির কোনো বিকল্প নাই: আব্দুস সালাম

RisingBD – Home

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “ বিএনপি হলো স্বাধীনতা পক্ষের দল, গণতন্ত্রের পক্ষের দল। এই দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। দেশের সংকট এখনো কাটে নাই। ওই ফ্যাসিস্ট সীমান্তের অপর পাশে বসে আছে। তিনি (শেখ হাসিনা) বলেন, যে কোনো সময় নাকি দেশে ঢুকে পড়বেন।’’

শুক্রবার (৪ জুলাই) বিকালে পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠ চত্বরে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘আমার ভুয়া ভুয়া স্লোগান সারা দেশে ভাইরাল হয়েছে। আরো একটি দলকে ভুয়া বানাতে হবে। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিএনপির সঙ্গে বিরোধিতা করে বিএনপির ক্ষতি করতে চায়। তাদেরকেও ভুয়া প্রমাণিত করতে হবে। তারা বিএনপির কিছুই করতে পারবে না। কারণ জনগণ বিএনপির পক্ষে আছে। আমার ধর্ম, আমার দাড়ি, আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপির বিকল্প নেই।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া নিশ্চিত মৃত্যু ভেবেও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন।  আজ কেন আপনারা তাকে রেখে দূরে সরে যাবেন। ভারতকে ঠেকাতে হলে অন্য কোনো দল দিয়ে হবে না।” 

বিএনপির এই নেতা বলেন, “কয়েকদিন পর পর সীমান্ত দিয়ে ভারত এ দেশে পুশিং ইন করছে। তারা কোনো এজেন্সির লোক কি না তো আমরা জানি না। ভারতকে এখন পর্যন্ত এই সরকার একটা কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি। কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন- জাতীয়তাবাদী কৃষক দল-এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা। 

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশনঃ পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রতীক তুলে দিচ্ছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও রাজশাহী অঞ্চলের বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *