একজন লোকই নির্বাচন চান না, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসলে দেশের জনগণ সবাই নির্বাচন চায়, কিন্তু একজন লোকই নির্বাচন চান না, আর তিনি হলেন ড. ইউনূস।

আজ ৩০ মে শুক্রবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, জাপান সফরে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস দেশের সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে—এ কথা আমরা বলিনি, তিনি নিজেই বলেছেন। আসলে দেশের জনগণ সবাই নির্বাচন চায়, কিন্তু একজন লোকই নির্বাচন চান না, আর তিনি হলেন ড. ইউনূস।

তিনি আরও বলেন, সংস্কারের কথা বলে বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু এখন তারা নিজেরাই নির্বাচন ঠেকাতে মরিয়া। মূলত প্রধান উপদেষ্টার আচরণেই বোঝা যাচ্ছে, নির্বাচন না হওয়ার জন্য তিনিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *