Google Alert – প্রধান উপদেষ্টা
এক ফ্রেমে ট্রাম্প দম্পতির সাথে প্রধান উপদেষ্টা
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ৮:৪৩ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দীনা ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজনে দেওয়া এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে ছিলেন তার কন্যা দীনা ইউনূস।
ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসিমুখে ড. ইউনূস এবং তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন। আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ছবিটি ছিল উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আবহের প্রতিচ্ছবি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Adviser GOB’ থেকে ছবিটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিসরে ড. মুহাম্মদ ইউনূসের এ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। কূটনৈতিক মহলে ছবিটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপস্থিতি ও গ্রহণযোগ্যতা এতে প্রতিফলিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো