Bangla Tribune
রাজনৈতিক অস্থিরতা ও বিতর্কিত ফোন কল কেলেঙ্কারির মধ্যে থাইল্যান্ডে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৃহস্পতিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর মাত্র দুই দিন আগে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে সাংবিধানিক আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে ফুমথামের অন্তর্বর্তী দায়িত্বে সম্মতি দেওয়া হয়। বৈঠকটি হয় রাজা মহা ভাজিরালংকর্ণ কর্তৃক মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই। ৭১ বছর বয়সী ফুমথাম মাত্র একদিন দায়িত্ব পালন করা সুরিয়া জুনগ্রুংরুয়াংকিটের স্থলাভিষিক্ত হলেন।
৩৮ বছর বয়সী পেতংতার্নকে বরখাস্ত করা হয় জুনের মাঝামাঝি সময়ের একটি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায়। ওই ফোনালাপে তিনি কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডারের সমালোচনা করেন।
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সহিংসতায় এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই ফোনালাপ হয়। তবে দেশটিতে এই আলাপ সমালোচনার জন্ম দেয়। সাংবিধানিক আদালতে ৩৬ জন সিনেটর পেতংতার্নের বিরুদ্ধে আবেদন করেন।
আদালত জানায়, পেতংতার্ন ‘মন্ত্রিসভা নীতিনির্ধারণী নৈতিকতা’ লঙ্ঘন করেছেন বলে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলবে।
বরখাস্ত হওয়ার আগে পেতংতার্ন নিজেকে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় নিযুক্ত করেন এবং বৃহস্পতিবার গ্র্যান্ড প্যালেসে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পেতংতার্ন অর্থনীতি পুনরুদ্ধারে ব্যর্থ হন বলে অভিযোগ রয়েছে। জুন মাসের শেষ দিকে একটি জনমত জরিপে দেখা গেছে, মার্চে তার জনপ্রিয়তা যেখানে ছিল ৩০.৯ শতাংশ, সেখান থেকে তা নেমে আসে মাত্র ৯.২ শতাংশে।
অন্য একটি মামলায় তার পিতা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা চলছে। থাকসিন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং রাজপরিবারের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন। কারাদণ্ড থেকে রক্ষা পেতে তিনি হাসপাতালে ছয় মাস কাটান, পরে গত বছর ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পান। তবে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট এই মাসে তার হাসপাতালে অবস্থান খতিয়ে দেখবে এবং প্রয়োজনে তাকে আবার জেলে পাঠাতে পারে।