Samakal | Rss Feed
এখনও চূড়ান্ত হয়নি রুট-এয়ারলাইন্স
বাংলাদেশ
শহিদুল আলম 2025-08-22
সমুদ্র সৈকত ঘেরা কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার বিমানবন্দর পরিদর্শন শেষে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চালুর এ ঘোষণা দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে কোন রুটে ফ্লাইট পরিচালনা করা হবে এবং কোন কোন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে তা এখনও চূড়ান্ত হয়নি।
বেবিচক কর্মকর্তারা জানান, ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক থেকে বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্সকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী বিদেশি বিভিন্ন বিমান সংস্থাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে কয়েকজন বেবিচক কর্মকর্তা সমকালকে জানায়, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আর্থিকভাবে কতটুকু লাভবান হওয়া যাবে সে বিষয়ে সমীক্ষা করা হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান সমকালকে বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এ বিষয়ে বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্সকে চিঠি দেওয়া হয়েছে। তবে উদ্বোধনী কোন এয়ারলাইন্স করবে, প্রথম ফ্লাইট কোন রুটে পরিচালনা করা হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
তবে এ বিষয়ে জোরেশোরে কাজ চলছে বলেও জানান তিনি।
জানা যায়, ফ্লাইটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার চলাচলের দূরত্ব মাত্র ৪৫ মিনিটের। এ অবস্থায় কক্সবাজার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কোন রুটে কি পরিমাণ যাত্রী মিলবে সে বিষয়টি মাথায় রেখে ফ্লাইট পরিচালনা নিয়ে কাজ করছে এয়ারলাইন্সগুলো।
এ বিষয়ে বেসরকারি ইউএস বাংলার মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সমকালকে বলেন, নতুন কোনো বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করতে হলে বাড়তি এয়ারক্রাফটের পাশাপাশি জনবল ও অফিস প্রয়োজন। এতে প্রচুর অর্থের প্রয়োজন। ফ্লাইট পরিচালনা করে কি পরিমাণ মুনাফা হবে সে বিষয়টি মাথায় রেখেই কাজ করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ. বি. এম রওশন কবীর সমকালকে বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার জন্য বেবিচক থেকে বিমানকে চিঠি দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে বিমান।