চ্যানেল আই অনলাইন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন কবে হবে এ সম্পর্কে ধারনা করা যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও নির্বাচনের সময় ঠিক করা হয়নি বলেও জানান তিনি। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপলক্ষে সাংবাদিকদের সিইসি আনও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।