এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না : হাসনাত

Kalbela News | RSS Feed

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ব্যানারকে ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। এনসিপিতে এটা বরদাস্ত করা হবে না। আমাদের লাখ লাখ নেতাকর্মী দরকার নেই। এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না।

সোমবার (২৮ জুলাই) সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হলের মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তেলবাজ ও সেলফিবাজ নেতাকর্মীরা দলের কাজে আসে না। তারা সেলফিবাণিজ্য করে। প্রশাসনে বাণিজ্য করে। তাদের প্রতিহত করতে হবে। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। আমার দরকার নাই এসব সেলফিবাজ আর তেলবাজদের।

তিনি আরও বলেন, প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনাদের প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে এলাকার সম্মানিত মানুষের কাছে যাবেন, তাদের অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন এবং সংগঠনে তাদের নিয়ে আসবেন। আপনারা বাংলাদেশের জন্য ও সংস্কারের জন্য পরিশ্রম অব্যাহত রাখুন।

এনসিপির এ নেতা বলেন, এ দেশ শতগুণে আপনাদের ফিরিয়ে দেবে। আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিনশেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর এগোনো যাবে না। আমাদের অনেকেই ভালোবাসে, পছন্দ করে। কিন্তু দিনশেষে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের দ্বারে দ্বারে যাবেন, ভালো মানুষগুলো দলে নিয়ে আসবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা তেলবাজ, চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিনশেষে আমাদের লড়াই অনেক লম্বা। সামনে আরও সংকট আসতে পারে। এ সংকটগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতেও আমাদের প্রস্তুত থাকতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, ময়মনসিংহে শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান প্রমুখ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *