Google Alert – বাংলাদেশ
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের জেরে দেশের বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব পড়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও এর বাইরে নয়। একের পর এক নতুন সিদ্ধান্ত ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলছে বিসিবি। এবার ক্রিকেটারদের চিকিৎসার ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরতা কমাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে মেডিকেল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্রিকেটারদের জন্য দ্রুত ও সহজ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চায় বিসিবি। গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতের ভিসা প্রক্রিয়ায় জটিলতার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের জরুরি চিকিৎসার জন্য ভারতে পাঠানো কঠিন হয়ে পড়েছে। ভারত শুধুমাত্র সীমিত সংখ্যক বাংলাদেশিকে মেডিকেল ভিসা দিচ্ছে, যার ফলে ক্রিকেটারদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে বিসিবিকে। এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে বোর্ড। এই চুক্তির মাধ্যমে ক্রিকেটাররা স্বল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।
বিসিবির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরে ভারতের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমরা বিকল্প চিন্তা করছি। মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে মেডিকেল চুক্তি করার পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিকেটারদের দ্রুত চিকিৎসার জন্য পাঠানো যায়। এই বিষয়ে আলোচনা চলছে, এবং আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে এটি চূড়ান্ত হবে।’ বর্তমানে ভারতের মেডিকেল ভিসা পেতে ক্রিকেটারদের প্রায় দুই মাস অপেক্ষা করতে হচ্ছে। এই সমস্যা এড়াতে বিসিবি কেবল চিকিৎসার জন্যই নয়, বরং তাদের চিকিৎসক ও ফিজিওদের জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও করছে। এই উদ্যোগের মাধ্যমে বিসিবি ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থাকে আরও দক্ষ ও দ্রুততর করতে চায়।