এবার ইরানের শাসনব্যবস্থা নিয়ে নিজের অবস্থান জানালেন ট্রাম্প

Kalbela News | RSS Feed

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানের শাসনব্যবস্থা নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প প্রশ্ন তুলে বলেছেন, যদি ইরান ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা পরিবর্তন করা হবে না?

গতকাল সোমবার (২৩ জুন) ট্রাম্পের পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘শাসন পরিবর্তন’ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নাও হতে পারে, কিন্তু যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে ব্যর্থ হয়, তাহলে পরিবর্তন আসা কেন অপরিহার্য নয়?

তিনি পোস্টের শেষে ‘MIGA!!!’ শব্দটি যোগ করেছেন, যা তার পরিচিত ‘Make America Great Again’ (MAGA) স্লোগানের ধারাবাহিকতায় ‘Make Iran Great Again’ নির্দেশ করে।

তবে এবার ভোল পাল্টেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে চান না তিনি।

মঙ্গলবার (২৪ জুন) নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে চান কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। যদি থাকে, তাহলে ছিল, কিন্তু না, আমি তা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত হয়ে যাক।’

ট্রাম্প আরও বলেন, ‘শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য বিশৃঙ্খলা লাগে এবং আদর্শগতভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *