Google Alert – আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মি অস্ত্রের মুখে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরের মধ্যেই নদীর অন্য একটি পয়েন্টে একই গোষ্ঠীর গুলিতে দুই জেলে বিদ্ধ হওয়ার খবর এসেছে।
সোমবার দুপুরে সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে বলে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান।
গুলিবিদ্ধরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে ইউএনও এহসান উদ্দিন বলেন, “নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”
স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, “দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় হেদায়েত উল্লাহর হাতে ও মো. হোসেনের বাম পায়ে ও অন্য পায়ের হাঁটুতে গুলি এসে লাগে।”
কাছাকাছি সময়ে উপজেলার লেদা সীমান্ত সংলগ্ন একই নদীতে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় তিন জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল গনি বলেন, “এসব ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”
আরো পড়ুন: