Google Alert – সেনা
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবার নারী অ-১৭ ফুটবল দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি আসন্ন এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেবেন।
সম্প্রতি টিটু পুরুষ অ-২৩ দলের হেড কোচ ছিলেন, যদিও মাঠে কার্যত দায়িত্ব পালন করেছেন সহকারী কোচ হাসান আল মামুন। অন্যদিকে, নারী সিনিয়র দলের কোচ ব্রিটিশ পিটার বাটলার বর্তমানে অ-২০ দলেরও দায়িত্বে রয়েছেন। আগামী মাসে বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্পের কারণে অ-১৭ দলের সঙ্গে যেতে পারছেন না বাটলারের সহকারী মাহবুবুর রহমান লিটু। এই পরিস্থিতিতে টিটুকে অ-১৭ দলের দায়িত্ব দিয়েছে বাফুফে।
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানান, নারী উইং থেকে কোচের চাহিদা জানানো হলে সভাপতির সঙ্গে আলোচনায় টিটুকে দায়িত্ব দেওয়া হয়।
১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এইচ গ্রুপে বাংলাদেশ লড়বে জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে। মূল পর্বে খেলতে হলে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।
সাইফুল বারী টিটু আগেও নারী দলের কোচ ছিলেন এবং তার অধীনে বাংলাদেশ ২০২৩ সালের এশিয়ান গেমসে অংশ নেয়। পরে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। কোচ সংকট ও তার প্রো লাইসেন্স থাকায় আবারও মাঠে ফিরছেন তিনি।