এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে |

Google Alert – বাংলাদেশ

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।


৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এরপর ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। সবগুলোই হবে একই ভেন্যুতে।


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কয়েকদিন আগে ঘোষণা করেছে এবারের টুর্নামেন্টের দুই ভেন্যুর নাম। মোট ১৮ ম্যাচের এই টুর্নামেন্টের ৮টি ম্যাচ হবে আবুধাবিতে, আর ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।


‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে আবুধাবিতে।


প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার ফোর পর্বে, যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।


এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত, তবে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সে কারণেই এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে।


বিডি প্রতিদিন/মুসা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *