Google Alert – সামরিক
এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকারের ইন্তেকাল
সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ০৯ জুন ২০২৫
মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ঢাকায় বিএএফ শাহীন মসজিদে বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিএএফ শাহীন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
ফরিদা খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ফরিদা খন্দকারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।