ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ‘টি-টোয়েন্টি’ স্টাইলে হারাল অস্ট্রেলিয়া

Independent Television

নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য ৬ বল আগে তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলকে আজ বাংলাদেশ মাত্র ১৯৯ রানের ছোট লক্ষ্য দিয়েছিল। স্বাভাবিকভাবেই হেসেখেলে জেতার কথা অ্যালিসা হিলিদের। বিশাখাপত্তনমে হলোও তা-ই। ৫০ ওভারের লক্ষ্য হলেও টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৫১ বল ও ১০ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। 

পুরো বিশ্বকাপে বাংলাদেশের স্পিনাররা প্রতিপক্ষকে চেপে ধরলেও আজ একেবারেই ছন্দহীন ছিলেন রাবেয়া খানরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন। ডানহাতি এই উইকেটকিপারের ৭৭ বলে ১১৩ রানের ইনিংস ও ফোবি লিচফিল্ডের ৭২ বলে ৮৪ রানের ইনিংসে ২৫তম ওভারেই জয়ের দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়া।

অল্প পুঁজিতে বাংলাদেশের বোলাররা সুবিধা বলতে গেলে শুধু প্রথম ওভারেই পেয়েছিল। মারুফা আক্তারের বদলে একাদশে সুযোগ পাওয়া ফারিহা তৃষ্ণা ইনিংসের প্রথম ওভারটি মেডেন করেছিলেন। এরপর বাংলাদেশের বোলাররা শুধু বাউন্ডারি থেকে বল কুড়িয়েছেন।

উইকেট তো দূরের কথা অস্ট্রেলিয়ার ওপেনারদের নূন্যতম চ্যালেঞ্জ জানাতেও পারেনি বাংলাদেশ। দলের সেরা দুই বোলার মারুফা আক্তার ও নাহিদা আক্তারকে ছাড়া খেলতে নামা বাংলাদেশের আজ ভরসা ছিলেন রাবেয়া-নিশিরা। কিন্তু তাদের কেউই হিলি-লিচফিল্ডের উইকেটের দেখা পাননি। 

প্রথম দশ ওভারেই আগ্রাসী মেজাজে ৭৮ রান তোলে দ্রুত ম্যাচ শেষ করার বার্তা দেন অস্ট্রেলিয়ার ওপেনাররা। মাঝ ওভারে রিতু মণি-ফাহিমা খাতুনরা কেবল বাউন্ডারি থেকে বল আনা-নেওয়া করেছেন। ২৫তম ওভারেই ১০ উইকেট হাতে রেখে জয়ের দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল। 

১১৩ রানের ইনিংসে ২০টি চার এসেছে হিলির ব্যাট থেকে। ৮৪ রান করা লিচফিল্ডের ইনিংস ছিল ১২ চার ও ১ ছক্কায় সাজানো। 

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে একাই অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে লড়েছেন সুবহানা মোস্তারি। ডানহাতি এই ব্যাটার বাংলাদেশের হয়ে একটি রেকর্ডও গড়েছেন।

আজকের ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই কখনো ফিফটি করতে পারেননি। বিশাখাপত্তনমে ফিফটি করে সেই আক্ষেপ ঘুচিয়েছেন মোস্তারি। ঝিলিক(৪৪)-মোস্তারি ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত মোস্তারির ৬৬ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।    

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *