Google Alert – আর্মি
সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. সারোয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নিজের দায়িত্ব গ্রহণ করেন ওয়ান ম্যান আর্মি খ্যাত আলোচিত সেই ম্যাজিস্ট্রেট।
এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এরপর আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেন নবাগত এই জেলা প্রশাসক। এসময় তিনি বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।
তিনি বলেন, আমি অনুরোধ করবো সবাই যেনো নিয়ম মানেন এবং আইন মানেন।
এখানকার বেশ কয়েকটা ব্ষিয় তার গুরুত্ব থাকবে জানিয়ে সারোয়ার আলম বলেন, প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে।সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতো থাকে।
এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেনো না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা।
এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।তিনি বলেন, আপনারা যদি আমাকে সে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেনে এখানেও তেমনই থাকবো।
বুধবার (২০ আগস্ট) রাত ৮ টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সাদাপাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং র্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে র্যাবের সাবেক আলোচিত এই ম্যাজিস্ট্রেট আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে পালন করছিলেন দায়িত্ব।
এদিকে, বুধবার বিকেলেই বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ সিলেট ছাড়েন। তার আগে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা বিদায়ী শুভেচ্ছা জানান তাকে।