Google Alert – বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে মঙ্গলবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-১) নাজনীন সুলতানা।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব তথ্যচিত্রে ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য নিয়েও আলোচনা হয় সেখানে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাহ উদ্দিন মাহমুদ অভ্যুত্থানে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান আরিফুর রহমান।