Google Alert – পার্বত্য অঞ্চল
কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে রামু উপজেলার রশিদনগর রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার রেনু আরা (৩৫), তার বোন আসমা আরা (১৩), দেড় বছর বয়সী ছেলে আশেক উল্লাহ এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৪০), যিনি ঈদগাঁও মেহেরঘোনা এলাকার বাসিন্দা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, “দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রশিদনগরের একটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন।”
প্রথমে ধারণা করা হয়েছিল, রেনু আরার চার বছর বয়সী ছেলে আতা উল্লাহও নিহত হয়েছেন। তবে পরে সন্ধ্যায় পরিবার জানায়, রওনা হওয়ার সময় শিশুটিকে মাদ্রাসায় রেখে গিয়েছিলেন রেনু। শিশুটি জীবিত এবং সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন তার ফুফাতো বোন সামিয়া রহমান।
রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, “অটোরিকশাটি রেললাইন অতিক্রমের সময় ট্রেন এসে ধাক্কা দিলে তা প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দেহগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে যায়।”
রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, “এটি একটি লেভেল ক্রসিং। এখানে গেইট বা ব্যারিয়ার ছিল না, তবে সতর্কীকরণ বোর্ড ছিল। বড় ক্রসিংগুলোতে গেইট থাকে, ছোটগুলোতে সাধারণত থাকে না।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা পানিরছড়া এলাকায় ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন। পরে বিকেল ৪টা ৫০ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ট্রেনটি ছেড়ে দেওয়া হয় এবং সেটি নিরাপদে কক্সবাজার পৌঁছায়।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।