কক্সবাজারে ভুয়া মেজর আটক

Google Alert – সেনাবাহিনী

কক্সবাজারে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনা সদস্যরা।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের সাগর নিবাস রিসোর্ট থেকে সেনাবাহিনীর ১০ এফআইইউ অধিনায়ক-এর নেতৃত্বে ৯ ই বেঙ্গল ব্যাটালিয়নের টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফ নামের ওই ব্যক্তিকে আটক করে।

 

সেনা সূত্রে জানা যায়, আটক আসিফ গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভুয়া মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে অবস্থান করেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেন। মঙ্গলবার দুপুরে রিসোর্টের রেস্টুরেন্টে খাবারের সময় ডিজিএফআই ও এএসইউ’র গোয়েন্দা সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে অবসরপ্রাপ্ত মেজর আসিফুর রহমান (বিএ-৫৭৮১), ৮ বীর বলে পরিচয় দেন। কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দৈনিক সরজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত। এছাড়া তার বিরুদ্ধে ব্যক্তিগত জীবনে একাধিক প্রতারণা ও হয়রানির অভিযোগ রয়েছে। তিনি দুইবার বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পরেও হুমকি ও মামলা দিয়ে জোরপূর্বক ভ্রমণে নিয়ে আসার অভিযোগ রয়েছে।

 

আসিফ নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করতেন বলেও জানা গেছে। ২০১৪ সালে তিনি বিএনসিসিতে নিয়োজিত ছিলেন। এমনকি সাগর নিবাস রিসোর্টে লাঞ্চ করার সময়ও নিজেকে মেজর পরিচয় দিয়ে ২০ শতাংশ ছাড় দাবি করেন।

 

অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আসিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রামু সেনানিবাসস্থ ২ পদাতিক ব্রিগেডের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *