কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামছে বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামছে বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১:৪২ এএম  (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি

পূর্ব তিমুরের বিপক্ষে বাছাইয়ের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে লাওসে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। লাওসের বিপক্ষে জয়ে শুরুটা হয়েছে দুর্দান্ত, কিন্তু কাজ এখনও অসম্পূর্ণ। কারণ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফইদার লক্ষ্য শুধুই বাছাইপর্ব নয়, চূড়ান্তপর্বে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যপূরণের পথে এবার শুধু জয় পেলেই চলবে না, দরকার তিমুরের বিপক্ষে বড় জয়ের মাধ্যমে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা।

লাওসের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পূর্ব তিমুর। গ্রুপ ‘এইচ’-এ প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে সাগরিকা-আফঈদারা। সেই ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছেন জাতীয় দলের নিয়মিত ফরোয়ার্ড সাগরিকা। আর মাঝমাঠের দায়িত্বে মুন্সিয়ানা দেখিয়েছেন পূজা ও মুনকি।

প্রথম ম্যাচে জয় পেলেও ম্যাচের শেষদিকে এক গোল হজম করায় কিছুটা সতর্ক বাংলাদেশ শিবির। তাই আগামী ম্যাচে রক্ষণভাগে আরও মনোযোগী হতে চান ডিফেন্ডাররা। আর আক্রমণে গতি ও সমন্বয় ধরে রাখাই মূল চ্যালেঞ্জ। লাওসের বিপক্ষে ম্যাচ শেষে ক্যাম্পে পাওয়া গেছে আত্মবিশ্বাসের ছাপ। তাই ম্যাচের পরের দিনটা জলকেলি ও রিকভারি সেশনেই কাটিয়েছে বাংলার মেয়েরা। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না দল। পূর্ব তিমুর ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও শারীরিকভাবে শক্ত প্রতিপক্ষ।

এই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়নের হিসাবে মূলপর্বে যাওয়ার দৌড়ে বাংলাদেশের অবস্থান। তাই একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ফর্ম ও ছন্দে থাকা ফরোয়ার্ড লাইনকে ঘিরেই আস্থা রাখছেন কোচ। বাটলার বলেন, ‘প্রথম ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার। এতে আমরা পয়েন্ট পেয়েছি, এখন লক্ষ্য পূর্ব তিমুর ম্যাচ। আমার মনে হয় এই ম্যাচে আমরা ভালোভাবে ডিফেন্স করেছি, কখনো কখনো একটু ঝুঁকি নিয়েছি, কিন্তু আমরা এভাবেই খেলি। এটা কারও ভালো লাগবে, কারও লাগবে না।’

এই ম্যাচে জয় মানেই বাছাইপর্বে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপসেরা হয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করার দারুণ সম্ভাবনা। তবে শুধু জয় পেলেই চলবে না, মেয়েদের লক্ষ্য গোল ব্যবধানেও এগিয়ে যাওয়া। বর্তমানে ৯ গোল ডিফারেন্সে টেবিলের শীর্ষে উত্তর কোরিয়া। যেখানে বাংলাদেশের গোল ডিফারেন্স ২। তাই টেবিলের শীর্ষে উঠে মূল আসরের টিকেট নিশ্চিতের জন্য আফঈদাদের চোখ এখন বড় জয়ের দিকে।

এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *