কঠোর হুঁশিয়ারি জারি করল বাংলাদেশ সেনাবাহিনী

Google Alert – BD Army

নিজস্ব প্রতিবেদক: পোশাক কারখানার অব্যবহৃত কাপড় বা ‘ঝুট’ ব্যবসা সংক্রান্ত প্রতারণা রোধে এবং সামরিক বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে সতর্ক করে জানিয়েছে, ঝুট ব্যবসায় কোনো সেনা কর্মকর্তার নাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে। এমন অপতৎপরতা দেশের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনীর মর্যাদাহানি করছে।

সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ঝুট ব্যবসা কিংবা অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রমে সুপারিশ করা তাদের দায়িত্বের অংশ নয়। এই ধরনের ব্যক্তিগত ব্যবসায় সামরিক কর্মকর্তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ জানানো হয়েছে যে, যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর নাম ব্যবহার করে কোনো রকম অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে নির্দ্বিধায় সংশ্লিষ্ট মুঠোফোন নম্বরে (নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকে) কল করে সেনাবাহিনীকে অবহিত করতে।

এই পদক্ষেপের মাধ্যমে অসাধু চক্রকে চিহ্নিত করা এবং তাদের অপতৎপরতা বন্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। তাদের নাম অপব্যবহার করে কোনো প্রকার বাণিজ্যিক বা অবৈধ কার্যক্রম চালানোর বিরুদ্ধে এই কড়া হুঁশিয়ারি একটি পরিষ্কার বার্তা বহন করছে।

তানভির ইসলাম/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *