কনটেন্ট ক্রিয়েটর ‘বলদা রমজান’ আটক

Google Alert – সেনাবাহিনী

ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে আটক হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রমজান মিয়া ওরফে বলদা রমজান (৪৫)।

মঙ্গলবার (১ জুলাই) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সেনা সদস্যরা আটটি ট্রেনের টিকিটসহ আটক করে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, রমজান মিয়া মূলত ‘বলদা রমজান’ নামে পরিচিত। এই নামে তার ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট রয়েছে। তিনি একজন কৌতুক অভিনেতা।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশুগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছেন। কিন্তু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে মঙ্গলবার সকালে তাকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে সেনাবাহিনী।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রমজানকে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *