Google Alert – পার্বত্য অঞ্চল
চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনা অঞ্চল থেকে এক হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
তিনি জানান, কর্ণফুলী নদীর হালদার মোহন অঞ্চলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা হবে।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. রাশা আদে মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।