Independent Television
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। মাদক পাচারে ভূমিকা রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নিষেধাজ্ঞার তালিকায় পেত্রোর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, পুত্র ও কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর এই মাদক যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে আমেরিকানদের ক্ষতির কারণ হচ্ছে।
এদিকে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্সে জানান, তিনি একজন মার্কিন আইনজীবী নিয়োগ করেছেন এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন। পেত্রো বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকবিরোধী লড়াই করার ফলেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা এক অদ্ভুত পরিহাস। আমরা কখনো পিছু হটব না।’
মাদকবিরোধী অভিযানের নামে সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। উপকূলীয় অঞ্চল থেকে মাদক চোরাচালানের অভিযোগে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
কলম্বিয়ার নৌযানে বিমান হামলার কড়া সমালোচনা করে মার্কিনীদের খুনি বলে অভিহিত করেন পেত্রো। তাঁর দাবি, এসব নৌকায় নিরীহ কলম্বিয়ান নাগরিকও ছিলেন। গত দুই মাসে ক্যারিবীয় সাগরে অন্তত দুটি মার্কিন হামলায় কলম্বিয়ার নাগরিক হতাহতের ঘটনা ঘটে।
