কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আল আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান আহমদ এর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে আল আমিন এর বিয়ে হয়েছে। তিনি পেশায় একজন কৃষক। শুক্রবার সন্ধ্যায় তাদের একটি গরু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। সেই গরুটিকে আনতে আল আমিন সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তার ওপর গুলি ছুড়ে। পরে বিএসএফ সদস্যরা আহত অবস্থায় আল আমিনকে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারর দ্রুত সময়ের মধ্যে আল আমিনের মরদেহ ফেরত চায়।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

তিনি আরও জানান, বিজিবি বিএসএফ উচ্চপর্যে আলোচনা চলছে। পতাকা বৈঠকের একটি সময় নির্ধারণ করে মরদেহ হস্তান্তর করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *