কাউখালীতে অমর বিকাশ চাকমার বাড়িতে সেনা তল্লাশিকালে ‘টাকা লুটের’ ঘটনা সঠিক নয়

CHT NEWS


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ জুন ২০২৫

“কাউখালীতে আবারও সেনা তল্লাশি ও তল্লাশির চেষ্টা, নগদ টাকা লুটের অভিযোগ”
শিরোনামে গতকাল (২৯ জুন) সিএইচটি নিউজে প্রকাশিত খবরে ‘নগদ টাকা লুটের’ বিষয়টি সঠিক
ছিল না বলে জানিয়েছেন ভুক্তভোগী অমর বিকাশ চাকমার স্ত্রী রোজিনা চাকমা।

প্রকাশিত সংবাদে ‘তল্লাশিকালে সেনারা নগদ ৬৫ হাজার টাকা লুটে নিয়ে যায়’
বলে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক ছিল না জানিয়ে আজ সোমবার (৩০ জুন ২০২৫) তিনি এ প্রতিবেদকে
বলেন, ‘মূলত বাড়িটি তল্লাশি চালানোর সময় সব জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়ায় টাকার বান্ডিলটি
খুঁজে না পাওয়ায় সেনারা তা নিয়ে গেছে বলে মনে করা হয়েছিল। আজ (৩০ জুন) সকালে জিনিসপত্র
গুছাতে গিয়ে টাকার বান্ডিলটি পাওয়া যায়।”

তিনি এই অনাকাঙ্ক্ষিত তথ্যগত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

রোজিনা চাকমা পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপজেলা শাখার সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। মূলত তাকে লক্ষ্য করেই গতকাল তাদের বাড়িটি সেনাবাহিনী
তল্লাশি চালিয়েছিল। রোজিনা চাকমার স্বামী অমর বিকাশ চাকমা একজন কাঠ ব্যবসায়ী।

তল্লাশির ঘটনার বিবরণ দিয়ে রোজিনা চাকমা বলেন, “গতকাল আমি ধনে পাতার ক্ষেতে
কাজ করছিলাম। তারা আমাকে সেখান থেকে ডেকে নিয়ে আমাদের বাড়ি চেক করার কথা বলে। সেনারা
আমাকেসহ বাড়িতে প্রবেশ করতে চাইলে আমি রাজি হয়নি। তাদের বলি, আমি একা মেয়ে মানুষ তোমাদের
সাথে যাবো না। এ সময় ব্যবসায়িক কাজে আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি গ্রামের অন্য
মেয়েদের সঙ্গী হিসেবে ডেকে নিয়ে আসার প্রস্তাব দিলে তারা রাজী হয়নি। বরং বলে, পানছড়ির
মতো ঘটনা (কাউখালীতে ৭ মার্চে সেনা-মুখোশদের বিরুদ্ধে প্রবল নারী জাগরণ) ঘটাতে চাও,
তা হবে না।”

তিনি আরো জানান, “সেনারা আমার স্বামীর ব্যবসায়িক হিসাবপত্রের সব খাতা নিয়ে
গেছে। তারা লক্ষ লক্ষ টাকার লেনদেনের কথা জানতে চেয়েছে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আমার
মেয়ের জমানো বকশিসের ৩৭ হাজার টাকার বিষয়ে প্রশ্ন করেছে।

‘আমি কেন মিছিল সমাবেশে অংশগ্রহণ করি, আমার স্বামী নাকি ইউপিডিএফ-কে সহযোগীতা
করেন, ভাতের জোগান দেন’ ইত্যাদি বিষয়েও সেনারা জিজ্ঞেস করেন” বলেন তিনি।

সেনাদের এমন অন্যায় আচরণে ভয় পাননি জানিয়ে তিনি ঘর-বাড়িতে হয়রানিমূলক তল্লাশির
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *