কাউখালীতে সেনা অভিযানে একজন আটক, বৌদ্ধ বিহারের মালামাল লুট ও ঘরে ঘরে তল্লাশি

CHT NEWS

জীবতুলি মোনপাড়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র উঠানে ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে তছনছ করে দেয় সেনা সদস্যরা।


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউ
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

রাঙামাটির কাউখালী উপজেলার ফুরোমোন-কোজইছড়ি মোন এলাকাসহ আশে-পাশের এলাকায়
ব্যাপক সেনা অভিযান চলছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) এ অভিযানে ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি গ্রাম থেকে
একজনকে আটক এবং জীততুলি মোনপাড়া গ্রামের বৌদ্ধ বিহারের মালামাল লুট ও ঘরে ঘরে তল্লাশির
খবর পাওয়া গেছে।

আটক ব্যক্তির নাম আতুইশি মারমা (৪০), পিতা- উহ্লাঅং মারমা। তিনি চার সন্তানের
জনক এবং অন্য জনের কাছে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।

কাউখালী সদর হতে একদল সেনা সদস্য ঘিলাছড়ি গ্রামে যায় এবং ফেরার পথে উহ্লাঅং
মারমাকে তার বাড়ি হতে ধরে নিয়ে যায়। তখন তিনি বাঁশ কাটা শেষ করে সবে বাড়িতে পৌঁছেছিলেন।

অন্যদিকে, ২৪ জুন হতে কোজইছড়ি মোনপাড়া গ্রামে অবস্থান নেয়া একদল সেনা সদস্য
জীততুলি মোন পাড়া গ্রামে গিয়ে ঘরে ঘরে তল্লাশি চালায়। তবে তারা কারোর ঘরে অবৈধ কোন
কিছু পায়নি। সেনা হয়রানির ভয়ে এ সময় গ্রামটি পুরুষশূন্য ছিল। গ্রামের সব নারীরা এক
জায়গায় জড়ো হয়ে অবস্থান করেছিলেন। নারীদের কাছ থেকে সেনারা “সন্ত্রাসী” কোথায়
থাকে ইত্যাদি প্রশ্ন করেন বলে জানা গেছে।

সেনা সদস্যরা জীততুলি মোন পাড়া বৌদ্ধ বিহারটিও তল্লাশি করে। তারা বিহারে
রক্ষিত টেবিল চেয়ার, হাঁড়ি পাতিল প্রভৃতি জিনিস লুট করে নিয়ে যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
বিহারে কোন ভিক্ষু অবস্থান করেন না। তবে ধর্মীয় রীতি মাফিক গ্রামবাসী প্রতিদিন পালাক্রমে
বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তির নিকট সোয়েঙ প্রদান (পিন্ডদান) করে প্রার্থনা করে থাকেন।

যাদের ঘরে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১. সুভাষ বসু চাকমা(৫৪), পিতা:
মৃত বোধিচন্দ্র চাকমা, গ্রাম: ডলুছড়ি পাড়া, ৪ নং কুতুকছড়ি ইউপি, রাঙামাটি সদর উপজেলা,
২. মুনি চাকমা(৬৭), পিতা: মৃত ইন্দ্রজিৎ চাকমা, ৩. জয় কুমার চাকমা(৬০), পিতা: মৃত ইন্দ্রজিৎ
চাকম, ৪. শান্তি কুমার(৬০), পিতা: মৃত-পূর্ণ চাঁন চাকমা, ৫। মন্তু চাকমা(৩৮), পিতা:
শান্তি কুমার চাকমা, ৬। শশাঙ্ক চাকমা(৪৫), পিতা: রবিন্দ্র চাকমা, ৭. মিন্টু চাকমা(৩৯),
পিতা: মৃত- বন কুমার চাকমা, ৮. ধর্ম মোহন চাকমা(৬৫), পিতা: মৃত বীরকুমার চাকমা, ৯।
মিঠুন চাকমা(২৮), পিতা- শান্তি কুমার চাকমা। তারা সকলে ঘাগড়া ইউপির ৪নং ওয়ার্ডের জীবতুলি
মোন পাড়ার বাসিন্দা।

জীবতুলি মোনপাড়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র উঠানে ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে তছনছ করে দেয় সেনা সদস্যরা।

সেনারা গ্রামাবাসীদের কাছ থেকে বিনামূল্যে যা যা নিয়ে গেছে সেগুলো হলো-
১. মুনি চাকমার নারিকেল গাছের সব ডাব পেরে খেয়ে সাবাড় করে দেয়; ২. জয় কুমার চাকমা বাড়ি
হতে টর্চ ১টি এবং মুরগীর ডিম ৪টি (মুরগীটি কয়েকদিন ধরে ডিম দিচ্ছিল); ৩. মিঠুন চাকমার
বাড়ির পাশে লাগানো আনারস গাছের সব আনারস (১০/১২টি)।

এছাড়া সেনারা মিন্টু চাকমার বাড়ি হতে বাটন ফোন ৩টি, এন্ড্রয়েড ফোন ১টি ও
দা একটি নিয়ে যায় বলে জানা গেছে।

সেনা অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় জনমনে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, গত ২৪ জুন কোজেইছড়ি মোনপাড়া থেকে আটক তিন নিরীহ গ্রামবাসীকে এখনও
থানায় হস্তান্তর করা হয়নি। ফলে তাদের পরিবাারের লোকজন গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনযাপন
করছেন।

সর্বশেষ একটি সূত্রে জানা গেছে, আটক মনসুখ চাকমা ও তার ছেলে সিন্ধু মনি
চাকমাকে রাঙাামটি জোনে আটক রাখা হয়েছে এবং অন্তর চাকমাকে অভিযান পরিচালনাকারী সেনা
দলটির সাথে রাখা হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *