CHT NEWS
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সেমবার, ৩০ জুন ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কোজইছড়ি মোনপাড়া ও ঘিলাছড়ি থেকে সেনাবাহিনী কর্তৃক আটক ২ জনকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। তাদেরকে কোথায় আটক রাখা হয়েছে তাও জানা যাচ্ছে না। ফলে আটককৃতদের পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছেন।
আটতকৃতরা হলেন- অন্তর চাকমা (১৯), পিতা- সোনামুনি চাকমা, গ্রাস-কোজইছড়ি মোনপাড়া, কাউখালী, রাঙামাটি ও আতুইশি মারমা(৪০), পিতা-উহ্লাঅং মারমা, গ্রাম- ঘিলাছড়ি, কাউখালী, রাঙামাটি।
এদের মধ্যে অন্তর চাকমাকে গত ২৪ জুন কোজইছড়ি মোনপাড়া থেকে আটক করা হয়। সেদিন আটক অপর দুজন মনসুখ চাকমা (৫০) ও তার ছেলে সিন্ধু মনি চাকমাকে (২৩) গত ২৮ জুন ছেড়ে দেয়া হলেও অন্তর চাকমাকে এখনও ছেড়ে দেয়া হয়নি।
আর আতুইশি মারমাকে আটক করা হয় গত ২৬ জুন ঘিলাছড়ি গ্রাম থেকে। তিনি একজন দিনমজুর। তারও কোন খোঁজ মিলছে না। থানায়ও হস্তান্তর করা হয়নি। এতে তার পরিবারের লোকজনও চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
অপরদিকে গত ২৬ জুন কাউখালী সদর হতে একদল সেনা সদস্য ঘিলাছড়ি গ্রামে গিয়ে ফেরার পথে আতুইশি মারমাকে তার বাড়ি হতে ধরে নিয়ে যায়। তখন তিনি বাঁশ কাটা শেষ করে সবে বাড়িতে পৌঁছেছিলেন। তিনিও এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে, গত ২৪ জুন থেকে কোজইছড়ি মোন এলাকাসহ কাউখালীর বিভিন্ন স্থানে ব্যাপক সেনা অভিযান চলমান রয়েছে। চলছে বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি। ফলে এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।