RisingBD – Home
প্রকাশিত: ২৩:০২, ২৪ জুন ২০২৫
আপডেট: ২৩:০৩, ২৪ জুন ২০২৫
দোহায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পরদিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি এই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ তামিম এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করে কাতারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “কাতার সবসময় ইরানের সঙ্গে সংলাপের পক্ষে এবং এই লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
“শেখ তামিম ইরানকে ‘আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান, যাতে করে এই সংকট মোকাবিলা করা যায় এবং অঞ্চলটির নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়,” বলা হয়েছে বিবৃতিতে।
শেখ তামিমের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট তার কাছে “দুঃখ প্রকাশ করেন”। তিনি জানান, কাতার ও এর জনগণ এই হামলার লক্ষ্য ছিল না।
ঢাকা/রাসেল