কানসাটে গ্রেপ্তার নেত্রকোণার আ. লীগ নেতা

RisingBD – Home


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১ আগস্ট ২০২৫  

অজিত বরণ সরকার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার হয়েছেন নাশকতা মামলার আসামি কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণার খালিয়াজুরী শাখার সভাপতি অজিত বরণ সরকার। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে কানসাট বাজারের একটি মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। 

গ্রেপ্তার অজিত বরণ সরকার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম কানসাটে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা অজিত বরণ সরকারকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগে অজিত বরণ সরকারসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়। মামলাটি করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজলুম মিয়া। মামলার পর থেকে গত সাতদিন শিবগঞ্জের কানসাটে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন অজিত বরণ সরকার। 

ঢাকা/মেহেদী/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *