RisingBD – Home
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৩৪, ১ আগস্ট ২০২৫
গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের পাশের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাপাসিয়া উপজেলার টেবিবাড়ি এলাকার নূর আলমের ছেলে মো. মাহিম (১৬) ও ময়মনসিংহের মো. বায়েজিদ (৩৫)। আহতরা হলেন— তুহিন (১৬) ও আকাশ (১৮)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকায় করে বিলে নামেন তারা। একপর্যায়ে নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। সাঁতার না জানায় তারা পানির নিচে তলিয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। দীর্ঘ তল্লাশির পর বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেছেন, “দুজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। বিলে ডুবে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ঢাকা/রফিক সরকার/রফিক