Google Alert – পার্বত্য চট্টগ্রাম
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় হ্রদের পানির চাপ কমাতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে প্রতিটি জলকপাট সাড়ে ৩ ফুট করে খোলা হয়, ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৬৮ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৮৩ ফুট মীন সি লেভেল (এমএসএল), যা হ্রদের স্বাভাবিক ধারণক্ষমতা (১০৯ ফুট এমএসএল) ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি দ্রুত বাড়ছে। ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে প্রথম ধাপে জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে পরিস্থিতি অনুযায়ী একে একে দেড় ফুট, আড়াই ফুট, ৩ ফুট এবং সর্বশেষ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছে।
এদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। এই ইউনিটগুলো দিয়ে প্রতিনিয়ত সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।
পানি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে হ্রদপাড়ের নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।