Google Alert – সেনা
কামরাঙ্গীরচরের কোম্পানিগঞ্জ ঘাট এলাকা থেকে ইয়াবা, গাঁজা, টাকা, মোবাইলসহ মো. লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে ক্যাপ্টেন জোবায়ের (৪ বীর)-এর নেতৃত্বে একটি সেনা টহল দল এই অভিযান চালায়। অভিযানের সময় লিটুকে তল্লাশি করে ২৩৯টি ইয়াবা, ২ পুরিয়া গাঁজা, ১২ হাজার ৭১০ টাকা এবং আইটেল ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। লিটু কামরাঙ্গীরচরের মালেক কলোনির বাসিন্দা। তিনি দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটকের পর কামরাঙ্গীরচর সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়।