কালুখালীতে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক

Google Alert – সেনা

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালীর সোনাপুর মোড় থেকে ভুয়া পুলিশ হিসেবে পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে

আটক তুষার শেখ (১৮) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়া বেহারিয়া গ্রামের মরহুম জয়নুল শেখের ছেলে। সে খোকসা থেকে মাহেন্দ্রযোগ রাজবাড়ী আল্লাদিপুর পার্কের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সোনাপুর মোড়ে পান খাওয়ার জন্য নামে পরে পান দোকানদার তাকে জিজ্ঞেস করে ভাই আপনি কোন থানায় আছেন তখন কোনো থানায় কর্মরত আছে সেটা বলতে না পারলে পাশের আর একজন সেনাবাহিনীর একটি টহল টিম দাঁড়িয়ে সেনাবাহিনীকে ডাক দিলেই সাথে সাথে দৌঁড় দেয় পরে সেনাবাহিনীর টহল টিম তাকে হাতেনাতে গ্রেফতার করে।

সেনা সূত্র জানায়, সোনাপুর মোড়ে ভুয়া পুলিশের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তুষারকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই মো: রিপন মোল্লা তাকে গ্রহণ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়তে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *