কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে যে বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ফোনে ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবিসি জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রুবিও।

শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে রুবিও ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি এই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহের কথাও জানান।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে নয়াদিল্লির প্রতি সংহতি প্রকাশ করেন রুবিও। একইসঙ্গে তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং এর জেরে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে উভয় দেশকে ‘অতিরিক্ত উত্তেজনা না বাড়ানোর’ আহ্বান জানান তিনি। রুবিও বলেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান উভয়ের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে একসঙ্গে কাজ করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *