কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বিবৃতি চলছে

Google Alert – সেনাবাহিনী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দুই দেশই নিজেদের অবস্থানের কথা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতে সচেষ্ট – প্রতীকী ছবি

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দশই মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুই দেশের মধ্যে বাকযুদ্ধ এখনো চলছে।

দুই প্রতিবেশি দেশই প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে নিজেদের দেশের অবস্থানের কথা তুলে ধরার চেষ্টাও জারি আছে।

ইরান সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান শান্তির বিষয়ে কথা বলতে প্রস্তুত এবং তারা জল, বাণিজ্য ও সন্ত্রাসের মোকাবিলার বিষয়ে আলোচনায় বসতে পারে যদি ভারত গুরুত্ব দেয়।

এরই মাঝে কাশ্মীর ইস্যু নিয়ে আবার পাল্টাপাল্টি বিবৃতিতে জড়িয়েছে দুই দেশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *