কাশ্মীর নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধে বিতর্ক

Samakal | Rss Feed


কাশ্মীর নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধে বিতর্ক

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-08-10

ভারত-শাসিত কাশ্মীর নিয়ে হাফসা কাঞ্জওয়ালের লেখা একটি বই সম্প্রতি নিষিদ্ধ করা হয়, যা দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি নতুন করে সামনে এনেছে। শুধু কাঞ্জওয়ালই নন, এ সপ্তাহে কাশ্মীর কর্তৃপক্ষ খ্যাতিমান পণ্ডিত, লেখক ও সাংবাদিকদের লেখা ২৫টি বই নিষিদ্ধ করে। এসব বইয়ের মধ্যে কাঞ্জওয়ালের ‘কলোনাইজিং কাশ্মীর: স্টেট-বিল্ডিং আন্ডার ইন্ডিয়ান অকুপেশন’ শীর্ষক বইও রয়েছে। 

নিষেধাজ্ঞার পর শ্রীনগরের বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কালো তালিকাভুক্ত বইগুলো জব্দ করা হয়। কাঞ্জওয়াল আলজাজিরাকে বলেন, ‘এ নিষেধাজ্ঞা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। ২০১৯ সাল থেকে কাশ্মীরে সেন্সরশিপ ও নজরদারির মাত্রা বাড়ে। এটা এখন অযৌক্তিক উচ্চতায় পৌঁছেছে। লেখক কাঞ্জওয়াল ছয় বছর আগে কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার পর সেখানে ভারতের দমনপীড়নের কথা উল্লেখ করেন।  

সরকারের নিষিদ্ধ ২৫টি বই ভারত ভাগের সময়কার ঘটনার বিশদ পর্যালোচনা নিয়ে লেখা। কেন কাশ্মীর নিয়ে সংঘাত, সে সম্পর্কে তথ্য রয়েছে সেখানে। এসব বইয়ের মধ্যে বুকার বিজয়ী অরুন্ধতী রায়ের ‘আজাদি’ বইটিও আছে। এ ছাড়া রাধিকা গুপ্তার ‘ফ্রিডম অব ক্যাপটিভিটি’, খ্রিস্টফার স্নিডেনের ‘ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর’, ডেভিড দেবদাসের ‘দ্য স্টোরি অব কাশ্মীর’, সুমন্ত্র বসুর ‘কনটেস্টেড ল্যান্ড’ও রয়েছে। 

জম্মু-কাশ্মীরে ভারতের দুই সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকযুদ্ধ চলকালে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চলাকালে তারা নিহত হন। গতকাল শনিবার এনডিটিভি এ খবর জানায়। নিহতরা হলেন– ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিং।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *