Google Alert – সেনা
জম্মু ও কাশ্মীরের সীমান্তে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা আবারও প্রাণঘাতী রূপ নিল। সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের চেষ্টা ও সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ায় উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। বুধবার (১৩ আগস্ট) পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতের সীমানায় অনুপ্রবেশের চেষ্টা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, সাধারণ অনুপ্রবেশ ঘটনার তুলনায় এটি ছিল ভিন্ন ধরনের, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ সহায়তা পেয়েছিল। ভারতীয় সেনারা বাধা দিলে সীমান্তে তীব্র গোলাগুলি শুরু হয়, যা শেষ পর্যন্ত এক ভারতীয় সেনার প্রাণ কাড়ে। এ সংঘর্ষ এমন এক সময়ে ঘটল, যখন গত কয়েক মাস ধরেই সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং অনুপ্রবেশের ঘটনা একের পর এক ঘটছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উরিতে সংঘটিত এ ঘটনায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর মাত্র তিনদিন আগে, দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখাল বনাঞ্চলে অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান দুই ভারতীয় সেনা এবং গুরুতর আহত হন আরও দুজন।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ওই হামলার পর ভারত ও পাকিস্তান ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে, যা ১৯ দিন স্থায়ী হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে উত্তেজনা থামেনি। সাম্প্রতিক অনুপ্রবেশ ও সংঘর্ষের ঘটনাগুলো এই চাপা পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে। তথ্যসূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে