Google Alert – প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
“>
ছবি: সংগৃহীত
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন কেবল টাকা এদিক-সেদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে শ্রমিকদের পাওনা না দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন।’
আজ শনিবার সকালে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্যনিরাপত্তা-বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, ‘শ্রমিক সংগঠনগুলোতে একজন থাকেন, তাকে সরিয়ে আবার আরেকজন বসেন—কিন্তু কোনো নির্বাচন হয় না। কেউ একবার নির্বাচনে জিতলে সারা জীবন থাকতে চান। এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, প্রতিটি শ্রমিক সংগঠনে নির্বাচনপ্রক্রিয়া চালু করতে হবে।”
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘দাবি-দাওয়া থাকতেই পারে, চাইলে কেউ আন্দোলনে নামতেই পারেন। আমিও চাইলে রাস্তায় নামতে পারি।’
‘প্রত্যেক শ্রমিকের অধিকার আছে নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশে কাজ করার এবং সুস্থভাবে ঘরে ফেরার,’ যোগ করেন তিনি।
সাখাওয়াত আরও বলেন, ‘গার্মেন্টস সব ঢাকায় কেন থাকবে? রাজশাহী, রংপুর, দিনাজপুরে কেন নয়? ঢাকায় এমনিতেই অবস্থা খারাপ। একটু কিছু হলেই রাস্তা বন্ধ। উদ্যোক্তাদের এটা নিয়ে ভাবা দরকার।’
এর আগে তিনি শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মধ্যে চেক বিতরণ করেন।