কী চমক দেখালেন ব্রাজিলের অভিনেত্রী!

Bangla Tribune

অ্যাঞ্জেলিনা জোলি (মারিয়া), নিকোল কিডম্যান (বেবিগার্ল), টিল্ডা সুইনটন (দ্য রুম নেক্সট ডোর), কেট উইন্সলেট (লি) ও প্যামেলা অ্যান্ডারসনকে (দ্য লাস্ট শোগার্ল) হটিয়ে শেষ হাসি হাসলেন ব্রাজিলের ফার্নান্দা তোরেস। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগের পুরস্কার জিতেছেন তিনি। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। 

ব্রাজিলিয়ান নির্মাতা ওয়াল্টার সালেস সত্তর দশকে পটভূমিতে তৈরি করেছেন ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এতে রিও ডি জানেইরোর একটি উচ্চবিত্ত পরিবারের দুর্দশা দেখানো হয়েছে। পরিবারের বামপন্থী কংগ্রেসম্যানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ফার্নান্দা তোরেস। স্বামী নিখোঁজের পর থেকে ন্যায়বিচারের আশায় লড়ে যান তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলে শাসন করা সামরিক স্বৈরাচারের কারণে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বক্স অফিসে সাড়া জাগিয়েছে ছবিটি। 

বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে ফার্নান্দা তোরেসের হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ভায়োলা ডেভিস। এটাই তার প্রথম গোল্ডেন গ্লোব জয়।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে মা ও অন্য মনোনীতদের সম্মান জানিয়েছেন ফার্নান্দা তোরেস। তিনি বলেন, ‘আমি নিজেকে মোটেও প্রস্তুত করিনি, কারণ মনোনীত হয়েই খুশি ছিলাম। গোল্ডেন গ্লোব পুরস্কার আমার মাকে উৎসর্গ করতে চাই।’  ২৫ বছর আগে ফার্নান্দা মন্টেনেগ্রো প্রথম ব্রাজিলিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবসের সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তারই মেয়ে ফার্নান্দা তোরেস হলেন এই তালিকায় দ্বিতীয়।

গত বছর ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এবার হলিউডের হেভিওয়েট অভিনেত্রীদের টপকে পুরস্কার বাগিয়ে নিলেন ফার্নান্দা তোরেস।

আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। এবারের আসরে বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে। ‘এমিলিয়া পেরেজ’ ছবির কলাকুশলীরা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *