CHT NEWS
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ জুন ২০২৫
রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজারের নিজ দোকান থেকে এক পল্লী চিকিৎসককে
সেনাবাহিনীর সদস্যরা তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (৩০ জুন ২০২৫) বিকাল ২:৪৫টার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পল্লী চিকিৎসকের নাম সুবল বিন্দু চাকমা (৩২), পিতা- অনিল কুমার
চাকমা। তিনি ২ নং নান্যাচর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈচাকমা মুখ গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি ৪নং কুদুকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থায়ী ভোটার।
দীর্ঘদিন যাবত তিনি কুদুকছড়ি বাজারে ফার্মেসী দোকান ব্যবসা ও পল্লী চিকিৎসকের কাজ করে স্ত্রী,
পুত্র নিয়ে সংসার চালাচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ (সোমবার) বিকাল আনুমানিক ২:৪৫টার সময় রাঙামাটি
সদর সেনা ব্রিগেড থেকে ৫/৬ গাড়ি সেনা সদস্য কুদুকছড়ি সেনাক্যাম্পে অবস্থান করে। পরে
সেখান থেকে তিনটি গাড়ি নিয়ে একটি সেনা দল প্রথমে কুদুকছড়ি হাফ বাজারে হানা দেয়। তারপর কুদুকছড়ি বাজারে
গিয়ে নিজ ফার্মেসী দোকানে অবস্থানরত অবস্থায় কয়েকজন সেনা সদস্য গিয়ে তার পরিচয় (নাম)
জানতে চায়। তিনি নিজের নাম সুবল (ডাক্তার) বলার পর পরই সেনারা তাকে তাড়াতাড়ি দোকান বন্ধ
করতে বলেন। এসময় পাশের দোকানে পাওয়ার টিলার মেশিনের সরঞ্জাম কিনতে আসা মানিক্য মনি চাকমা নামে এক ব্যক্তিকে সেনারা ‘হাত উপরে তোল, ছবি উঠতে হবে’ এমন কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে সুবল বিন্দু চাকমা তাদের নির্দেশমত দোকান বন্ধ করলে সেনা সদস্যরা তাকে গাড়িতে তুলে কুদুকছড়ি সেনাক্যাম্পে নিয়ে যায়।
নিজের স্বামীকে সেনারা তুলে নেয়ার খবর পাওয়ার পর সুবল বিন্দু চাকমার স্ত্রী
বাজার কমিটির সহযোগিতা কামনা করলে সিরাজ ও সেলিম নামে দুইজন ব্যবসায়ী কুদুকছড়ি সেনা
ক্যাম্পে যোগাযোগ করতে যান। কিন্তু কোন ফল হয়নি। পরে ৬টি গাড়ি যোগে সেনারা সুবল বিন্দু
চাকমাকে রাঙাামটি শহরের দিকে নিয়ে যায়।
তবে কী কারণে তাকে এভাবে জোরপূর্বক তুলে নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত আর জানা সম্ভব হয়নি।
এদিকে, সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, সেনারা রাঙামাটি সদর থেকে রাতে তাকে ছেড়ে দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।