কুমিল্লায় ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণ, প্রধান আসামিসসহ ৫ জনকে গ্রেফতার

CHT NEWS

প্রধান অভিযুক্ত ফজর আলী। ছবি – সংগৃহিত



অনলাইন ডেস্ক, সিএইচটি
নিউজ
রবিবার, ২৯ জুন ২০২৫

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে গত বৃহস্পতিবার (২৬ জুন
২০২৫) রাতে বসতঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে (২৫) ধর্ষণ এবং 
নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। 

এই ঘটনায় গত শুক্রবার
দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে
মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার
করা হয়েছে। আর অন্য ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে
দেওয়ার অভিযোগে। তাঁরা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেফতার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়,
প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন
তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তাঁর
বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন।
 

ওই নারীর পাশের বাড়ির এক
বাসিন্দা বলেন, ‘বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে
গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ওই নারীকে
উদ্ধার করি। এ সময় কিছু লোক তাঁকে মারধর ও ভিডিও করেন। পরে তাঁরা বুঝতে পারেন ওই
নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে। তখন লোকজন ফজর আলীকে মারধর করেন। পরে তাঁকে
হাসপাতালে নেওয়া হয়।’ ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে আজ তাঁকে ঢাকার
সায়েদাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।
 

এ ঘটনায় একটি ভিডিও গতকাল
শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। মুরাদনগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী নারী
থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা
সম্পন্ন হয়েছে।

সূত্র: প্রথম আলো


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *