কুমিল্লায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী তরুণীকে মোহাম্মদপুরে উদ্ধার

Google Alert – সেনাবাহিনী

কুমিল্লায় নিখোঁজ এক বাকপ্রতিবন্ধী তরুণীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলার বুড়িচং এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার (২২)।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর বসিলা ক্যাম্প সদস্যরা তাকে উদ্ধার করে।

জানা গেছে, ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে কুমিল্লার বুড়িচং এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার (২২)।

নিখোঁজ হওয়ার পর তার বাবা গোলাম জিলানী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিখোঁজ বার্তা প্রকাশ করেন এবং স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর এক কর্মকর্তা জানান, কুমিল্লা থেকে নিখোঁজ তরুণী মোহাম্মদপুর এলাকায় আছে। এমন খবর পাওয়ার পর মোহাম্মদপুর সেনানিবাসের অন্তর্গত বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা সম্ভাব্য অবস্থানের তথ্য সংগ্রহ শুরু করে।

তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তরুণীকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার-পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করার পর শনিবার সকালে সাবিরা আক্তারের পরিবারের সদস্যরা মোহাম্মদপুর সেনা ক্যাম্পে উপস্থিত হন এবং প্রয়োজনীয় পরিচয় যাচাইয়ের পর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের কার্যকর ও মানবিক অভিযান পরিচালনার জন্য সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *