প্রথম আলো
এ বিষয়ে আজ শনিবার সকালে রেজাউল কাইয়ুম বলেন, ‘রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা নোংরা ষড়যন্ত্র। তাঁরা ষড়যন্ত্র করে আমার ওপর দোষ চাপাচ্ছেন। বিএনপির বিভাগীয় ওই অনুষ্ঠানে যেতে কাউকে নিষেধ করিনি আমি। আমি সবাইকে বলেছি দলে দলে অনুষ্ঠানে যাওয়ার জন্য। এখন তাঁরা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, যেন সামনে আমি উপজেলা নির্বাচন করতে না পারি।’
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমরা বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই পক্ষের ঝামেলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’