Sarabangla | Breaking News | Sports | Entertainment
কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও গোলাবারুদসহ পলাশ (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে তার ভাই মো. শাহজাহান পালিয়ে যায়।
শনিবার (১৯ জুলাই) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। আটককৃত পলাশ ধর্মপুর এলাকার আবিদ আলীর ছেলে।
অভিযানে ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগানের কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদ তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গোলাবারুদ মূলত পলাতক মো. শাহজাহানের মালিকানাধীন। বিশেষ নিরাপত্তা সংস্থার তথ্যমতে, তিনি এখনও একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লার কোথাও আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহজাহান কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।
আটক পলাশের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “অভিযানের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”