Google Alert – সেনাবাহিনী
কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ী এলাকায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া সেল থেকে শনিবার জানানো হয়েছে, “কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয়জন আসামিকে আটক করেছে র্যাব-১১।”
এ বিষয়ে বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ নিয়ে ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ নিয়ে এ ঘট্নায় মোট আটজন গ্রেপ্তার হলেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালায়।
হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
তবে, পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এদিকে শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষে রাতেই কড়ই বাড়িতে কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার রাতে নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলাটি করছেন বলে জানিয়েছেন থানার ওসি মাহফুজুর রহমান।
মামলায় আসামি হিসেবে আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এরপর শুক্রবার রাত সাড়ে ৩টায় কুমিল্লার মুরাদনগরের আকবপুর এলাকা থেকে দুজনকে আটক করে থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
আরও পড়ুন:
কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: থমথমে কড়ইবাড়ী পুরুষশূন্য
মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: ‘সন্ধ্যায় পরিকল্পনা, সকালে হামলা’