কুমিল্লার মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী জামিনে মুক্তি

Google Alert – সেনাবাহিনী

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হওয়া কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পাওয়ার পর বিকেল ৬টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পাশে জেলা পরিষদের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলে প্রায় পাঁচশতাধিক নেতা ও কর্মী অংশ নেন এবং একজন উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন।

নেতারা অভিযোগ করেন, গত ১৭ বছরে বিভিন্ন মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। তারা জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং আহতদের সেবা ও পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব পালন করায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের খোঁজ রাখতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুরাদনগরের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পাশে ছিলেন।

বৃহত্তর অভিযোগ অনুযায়ী, ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার ঘটনা দেখিয়ে এবং একজন উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লার ওপর হামলার ঘটনা দেখিয়ে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *