দেশ রূপান্তর
রাজধানীর বনানীর থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় র্যাব কুমিল্লা থেকে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন মুন্না ও মাকসুদুর রহমান হামজা।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে নামার সময় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে মুন্না ও হামজা পথরোধ করে। রাহাত মুন্নাকে চিনতে পারায় উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এ সময় মুন্না পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাহাতকে একের পর এক কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় রাহাতকে স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর র্যাব-১ (সিপিসি-১) বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। ১৫ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হামজা কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকায় লুকিয়ে আছে। র্যাব-১ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে প্রথমে হামজাকে এবং পরে তার তথ্যে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হামজা (২৬) কুমিল্লার দেবিদ্বার থানার গাংটিয়ারা গ্রামের আব্দুল আল মামুন মোল্লার ছেলে। অন্যজন মুন্না (২৭) ঢাকার মোহাম্মদপুরের আব্দুল ওহিদের ছেলে।
নিহত রাহাতের বাবা রবিউল আওয়াল বনানী থানায় হত্যার মামলা দায়ের করেছেন। মামলাটি বনানী থানার মামলা নং-১৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই হত্যার ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।