কুষ্টিয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ ছাড়াও সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থানীয় দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালায় প্রশাসন। এ অভিযান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার পরিচালনা করেন। এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণ করছিলেন স্থানীয় জলিল শেখের ছেলে জামাল উদ্দিন। খবর পেয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে তাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়াও পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় সড়কের দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন অসাধু ব্যক্তিরা। এতেই সড়ক সরু হয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে অভিযানে চালিয়ে অন্তত অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়ে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থানীয় দোকানঘর উচ্ছেদ করা হয়।’ জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *