Google Alert – কেএনএফ
কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, কারখানা মালিক গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৪৩ AM
মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। অভিযানে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওই কারখানাটি বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস নামে পরিচিত। এ ঘটনায় বায়েজিদ থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসবিরোধী আইনে পাহাড়তলী থানায় মামলা করেছেন।
এর আগে সোমবার নগরের বায়েজিদ এলাকার অন্য একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগেও ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাটের রিংভো অ্যাপারেলস কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার করা হয়।
সেদিন গ্রেফতার হন কারখানা মালিক সাহেদুল ইসলাম ও দুই ইউনিফর্ম ফরমাশদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দার। ওই ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশের মতে, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সশস্ত্র অবস্থানে থেকে চাঁদা আদায়, অপহরণ, হত্যাসহ নানা অপরাধ করে আসছে।
অজ্ঞাতপরিচয় ও গ্রেফতার আসামিরা দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে এবং অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের থানচি ও রুমা উপজেলার তিনটি ব্যাংকে ডাকাতি করেছে এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী।
স্বদেশ প্রতিদিন/এমএম