কেন্দুয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা

Bangla News

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিম উদ্দিন ফকিরকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।


সোমবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিক নেত্রকোনা জেলা ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা সদর কুড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজিম উদ্দিন ফকির কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের মৃত রাশিদ ফকিরের ছেলে।


মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। প্রাণ বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে কর্মীরা গেট ভেঙে ভেতরে ঢুকে এবং আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ান।


ওই সময় ব্যাপক ভাঙচুর করা হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়।


এজাহারে আরও বলা হয়, সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে হামলাকারীরা শার্টের কলার ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকি দেন। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।


বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে। কাজিম উদ্দিন ফকির এ মামলার এজাহারভুক্ত আসামি।


জানা গেছে, গত ২০ নভেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।


নেত্রকোনা জেলার ডিবির ওসি আরমান আলী বলেন, আসামি তাজিম উদ্দিন ফকিরকে বিএনপি নেতা জামাল উদ্দিনের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।  


বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *